
কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাত রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- টেকনাফ শাল বাগান জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা দুদু মিয়ার ছেলে আবুল হাসিম (২০), একই ক্যাম্পের আবুল হোসেনের ছেলে নুর কবির (২৫), মো. জসিমের ছেলে মো. জোবায়ের (২৫), দবির আহমেদের ছেলে বশির আহমদের (২০), সৈয়দ হোসেনের ছেলে জাফর আলম (২৮), উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবদুর রহিমের ছেলে আবু তাহের (২৪) ও ছলিম উল্লাহর ছেলে ফরিদ আলম (২৮)।
এদের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, কক্সবাজার-টেকনাফ সড়কের ব্রিজের উত্তর ও পশ্চিম পাশ সংলগ্ন খালি জায়গায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে জানতে পেরে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
র্যাব- ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Comments
Powered by Facebook Comments