সংবাদ ডেস্ক:: নলছিটিতে বিষধর সাপের ছোবলে মাহবুব সিকদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সাড়ে আটটার সময় দপদপিয়া বুড়িরহাটে কলাতলা বাজারে দক্ষিন পার্শ সংলগ্ন একটি মাঠে ঘটনাটি ঘটে। জানা যায়, মাহবুব গতকাল দপদপিয়ায় কলাতলা সংলগ্ন একটি পরিত্যক্ত জলাশয়ে মাছ শিকারে গেলে বিষধর সাপে দংশন করে। পরবর্তীতে তার ডাক চিতকারে স্থানীয়রা ও তার বাবা সালাম সিকদার ছুটে আসলে অবস্থা বেগতিক দেখে দ্রুত তাকে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাস্পাতালে ভর্তি করলে ঐ দিন রাত আনুমানিক ১১:৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments
Powered by Facebook Comments