সারাক্ষণ ডেস্কঃ রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে কে.সি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী। শোক বার্তায় আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী বলেন, গত ৩০ জুন সকালে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করছি। একইসঙ্গে, কঠিন সময়ে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী বলেন নৌপথে লঞ্চের যাত্রীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়া জরুরি।’
উল্লেখ্য বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চ থেকে এখন পর্যন্ত ৩৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
Comments
Powered by Facebook Comments