মোঃ সাহেব আলী (বিশেষ প্রতিনিধি)
গতকাল সোমবার খুলনার পাইকগাছা থানার ০৫ নং সোলাদানা ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তক সারা বাংলাদেশে এক কোটি গাছের চারা রোপন এর কর্মসুচীর অংশ হিসাবে খুলনা ০৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃআকতারুজ্জামান বাবু এর পক্ষে ইজিবাইক,মাহেদ্র ও ট্রেগার সমিতির সকল সদস্যদের মাঝে গাছের চারা বিতরন করেন পাইকগাছা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য এম এম আজিজুল হাকিম৷এসময় আরও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আবু হানিফ, সোহেল শিকদার ,মোঃশফিকুল ইসলাম মোড়ল সভাপতি সিনিয়ার জুনিয়ার ক্লাব পাইকগাছা পৌরসভা,মোঃমিঠু সরদার সভাপতি সোলাদানা ইউনিয়ন ইজিবাইক ,মাহেদ্র ও ট্রেগার সমিতি ,সাধারন সম্পাদক শহীদুল ইসলাম ও শহীদ সরদার ,মোঃ তুহিন সরদার সাংগাঠনিক সম্পাদক পাইকগাছা সরকারী কলেজ শাখা,মোঃ শাহাদাব কবির,পৌরসভা যুবলীগ নেতা আকবর হোসেন গাজী,জাহিদুর রহমান,আজহারুল ইসলাম,হাকিম সরদার সহ অনন্য নেতৃবৃন্দ ৷
Comments
Powered by Facebook Comments