মোঃ হাবিবুর রহমান,ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি:
গত বুধবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইলের ঘাটাইলে শিশু শিক্ষা প্রতিষ্ঠান উইজডম ভ্যালিতে অরিগ্যামি (কাগজের তৈরি শিল্পকর্ম) প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ফেসবুক লাইফের মাধ্যমে এই প্রদর্শনীর উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন। স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই প্রদর্শনীতে ক্ষুদে শিক্ষার্থীদের বিপুল সংখ্যক অরিগ্যামি স্থান পায়। করোনার কারণে প্রথম বারের মতো শিক্ষার্থীদের অনুপস্থিতিতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দেখার সুবিধার্থে পুরো অনুষ্ঠানটি উইজডম ভ্যালির ফেইসবুক পেইজ থেকে লাইভ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মেহেরুন্নাহার বাবলী, স্কুলের পরিচালক কাজী রেজাউল হক সিজার, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।
Comments
Powered by Facebook Comments