মোঃ সাহেব আলী ( বিশেষ প্রতিনিধি)
পাইকগাছার সরল গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী আদিবাকে পিটিয়ে আহত করেছে স্বামী শাহাজালাল ৷ আহত আদিবা হাসপাতালে মুত্যুর সাথে পানজা লড়ছে৷এ রিপোট লেখা পযন্ত মামলার প্রস্তুতি চলছে ৷ জানা যায় উপজেলার গদাইপুর ইউনিয়নের সাবেক অবসার প্রাপ্ত সেনা সদস্য মাহফুজুর রহমান কিনুর কন্যা আদিবা কে (২২) পাশ্ববর্তী সরল গ্রামের আজিজের ছেলে শাহজালাল এর সাথে সামাজিক ভাবে প্রায় পাঁচ মাস পুর্বে ২লক্ষ ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়৷
বিয়ের পর থেকে যৌতুকলোভী স্বামী আদিবাকে বাপের বাড়ি থেকে যৌতুকের ২ লক্ষ টাকা আনার জন্য চাপ দিতে থাকে আদিবা আনতে অস্বীকার করলে বুধবার রাতে আদিবার স্বামী শুশুর শাশুড়ী ও ননদ মিলে যৌতুকের টাকার জন্য মারপিট করে আহত করে ৷৷পরবর্তী দিন সকালে আদিবার পিতা মাতা জানতে পেরে আদিবাকে উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপেলেক্ম ভর্তি করে৷আদিবা এখন মুত্যুর সাথে পানজা লড়ছে৷আদিবার পিতা মাহফুজুর রহমান জানান বিয়ের সময় নগত ২ লক্ষ টাকা ও মালামাল দেওয়া হয়েছিল৷
Comments
Powered by Facebook Comments