মোঃ হাবিবুর রহমান,ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি: টাংগাইল-৩(ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য,বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ জনাব মরহুম ডা: মতিউর রহমান সাহেবের ৮ম তম মৃত্যূবার্ষিকী।তিনি ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১৪ই সেপ্টেম্বর রাত সোয়া একটার সময় ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত কলাম্বিয়া এশিয়া রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ময়মনসিংহ,সিলেট মেডিক্যাল কলেজে পড়া লেখা করেছেন।
উচ্চতর শিক্ষার জন্য তিনি লন্ডনের একটি নামকরা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা সাস্ত্রে পিএইচডি ডিগ্রী লাভ করেন। তিনি ছিলেন বিশ্ব বিখ্যাত একজন কার্ডিওলজিস্ট। তিনি সৌদি অারবে দীর্ঘ্যদিন কর্মরত ছিলেন। সেখানে তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন করেছিলেন। সৌদি অারব অাওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি।বাংলাদেশে শিকদার মেডিক্যালেও দীর্ঘ্যদিন কাজ করেছেন। ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালের তিনি মালিকানায় শেয়ার ছিলেন এবং উক্ত হাসপাতালে তিনি কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ বরেণ্য ব্যাক্তিবর্গ সহ অসংখ্য রোগীর সেবা দিয়ে গিয়েছেন মরহুম ডা: মতিউর রহমান।
Comments
Powered by Facebook Comments