মনিরুজ্জামান মনির ধুনট ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের জোড়শিমুল গ্রামে বিয়ের অাসরে সেনা সদস্য ইমরানকে মারধর করার অপরাধে ৪ জনকে গ্রেফতার করেন থানা পুলিশ। এই ঘটনাটি ঘটে গতকাল বিকেলে জোড়শিমুল গ্রামে। সুত্র জানা যায় যে গত শুক্রবার ০২-১০-২০২০ ইং তারিখে জোড়শিমুল গ্রামে বিয়ের অাসরে কনের সাথে সেনা সদস্যর প্রেমের বিরোধের কারণে মারধর করে। গাছের সাথে বেধে রাখার অপরাধে সেনা সদস্যের পিতা এমদাদুল হক বাদী হয়ে, জিনিয়া সানভি সুস্মিতা সহ ১১ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফকার কৃত অাসামীরা হলেন উপজেলার জোড়শিমুল গ্রামের মৃত:ইমার উদ্দীন প্রামানিকের ছেলে খবির হোসেন, মৃত: তবিবর রহমানের ছেলে শাহিনুর অালম, মৃত: শামছুল হক সরকারের ছেলে মাসুদ রানা বাবুল, গোশাইবাড়ী গ্রামের ফটিকের ছেলে মুকুল হোসেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন সেনা সদস্যকে গাছের সাথে বেধে রেখে মারধর করার অপরাধে ৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ অাদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্য অাসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Post Views:
84
Comments
comments
Powered by Facebook Comments