সিরাজুল ইসলাম-লালমনিরহাট। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা ০২ নং গড্ডিমারী ইউনিয়নে বিধবা প্রতিবন্ধীভাতা বিতরণে নজির স্থাপন করলেন, ২ নং গড্ডিমারী ইউনিয় পরিষদের নবাগত চেয়ারম্যান, জনাবঃ মোঃ আবু বক্কর সিদ্দিক (শ্যামল) ইতিপুর্বে ব্যাংকের সামনে দেখা গেছে বয়স্ক ভাতা প্রাপ্ত বৃদ্ধ মানুষের লাইনের মিছিল, সকাল ১০ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত। তারই ব্যাতিক্রম ঘটালেন ০২ নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজ ১৩ ডিসেম্বর বেলা ১১ টা থেকে দুপর ১ টার মধ্যে ভাতা প্রাপ্তদের মাঝে টাকা বিতরণ শেষ করলেন। তিনি আরও প্রতিস্রুতি দিয়ে বলেন বৃদ্ধ লোকজনের যাহাতে হয়রানির শিকার হতে না হয়। প্রতি তিন মাস অন্তর ভাতা প্রদাণের টাকা ব্যাংক কর্মচারীদের সাহায্য নিয়ে গড্ডিমারী ইউনিয়ন পরিষদে বন্টন করবেন। আজকের ব্যাতিক্রম বিষয়টির জন্য অন্তরের অন্তস্থ্ল থেকে চেয়ারম্যান মহোদয় কে গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানিয়েছেন গড্ডিমারী ইউনিয়নের সকল জনসাধারণ।
Comments
Powered by Facebook Comments