মোঃ সিরাজুল ইসলাম, লালমনিরহাট। লালমনিহাট জেলা হাতীবান্ধা উপজেলা গড্ডিমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২০২১ সালের ১লা জানুয়ারি শুক্রবার, বই উৎসব পালিত হয়েছে। সীমিত পরিসরে এবং সামাজিক নিরাপত্তা বজায় রেখে এই বই উৎসব পালিত হয়।
সীমিত সংখ্যক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়,নতুন বই পেয়ে ,নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হয়েছেন তারা। এই করুণা কালীন সময়ে বাসায় বসে যেন অধ্যায়ন সম্পন্ন করেন সে ব্যাপারে তাগিদ দেন গড্ডিমারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান। শিক্ষার্থীদের অভিভাবকরা নিরাপদ দূরত্ব বজায় রেখে,মাস্ক পরিধান করে কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করতে পারবেন।
উক্ত বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব,মোঃ মোতাহার হোসেন এমপি, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিহাট জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জনাব মোঃ আবু বকর সিদ্দিক শ্যামল চেয়ারম্যান ০২ নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদ আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সহ অন্যান্যগণ এবং সকল পর্যায়ের শিক্ষকবৃন্দ।
Comments
Powered by Facebook Comments