আন্তর্জাতিক ডেস্কঃ নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণ ২ কোটি ছাড়াল। মৃত্যু ৩ লাখ ৪৭ হাজারের বেশি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আক্রান্তের সংখ্যা বৃদ্ধির এই অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রসহ সব দেশের আশার আলো জ্বালিয়ে রেখেছে টিকার প্রয়োগ। নতুন বছরে টিকা এই মহামারি দূর করতে বড় ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা সবার। যুক্তরাষ্ট্রে এ টিকার প্রয়োগ শুরু হয়েছে, যদিও এর গতি ধীর। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ২৮ লাখ মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার ৫৬৬ জন। বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ৫১৯ জনের।
Comments
Powered by Facebook Comments