মোঃসাহেব আলী (বিশেষ প্রতিনিধি): পাইকগাছা উপজেলা স্থাস্থ্য কমপেলেক্ম এর উদ্যোগে আজ সোমবার খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটীতে ৯মাস থেকে শুরু করে ১০ বছর কম বয়সী ৪৮৬ শিশুর মাঝে বিনামুল্যে টিকা প্রদান করা হয়৷এ সময় উপস্থিত ছিলেন স্থাস্থ্য সহকরী মোঃ সাইফুল ইসলাম গাজী ও মুসলিমা খাতুন৷স্বেচছাসেবীর দায়িত্ব পালন করেন সুষমা ,লিমা খাতুন,ও বাবু৷উল্লেখ্য উক্ত টিকাদান কর্মসুচী ডিসেম্বার ৩১ তাং ২০২০ হতে শুরু হয়েছে চলবে ৩১ শে জানুয়ারী ২০২১ সাল পযন্ত৷
Comments
Powered by Facebook Comments