মোঃ সিরাজুল ইসলাম , লালমনিরহাট। আজ শক্রবার(২২জানুয়ারী) ৪টায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার, শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিম পাড়ের চেক পোষ্টে,এস আই সাইফুল, ৫কেজি গাজাসহ ১জনকে আটক করেছে। সরেজমিনে গিয়ে জানা যায় যে, ধৃত ব্যাক্তি হলেন রংপুর জেলার মাহিগন্জ উপজেলার মীরবাগ গ্রামের মৃতঃ জাকির হোসেন এর পুত্র, মিয়াদ মিয়া রাব্বী(১৭)। ধৃত ব্যাক্তি রিকশা যোগে ধরলা সেতু পাড় হওয়ার সময় পুলিশ ৫কেজি গাজাসহ ১ জনকে আটক করে। আরও জানা যায়, উক্ত রিকশার চালক লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ এলাকার বাসিন্দা, রিকশার চালক বলেন ব্রীজ পার করে দিলে ভাড়া বেশী দিবে জন্য তিনি ধৃত ব্যাক্তিকে গাড়িতে উঠান এবং কুলাঘাটের উদ্দেশ্যে রওনা দেন।
Comments
Powered by Facebook Comments