
লালমনিরহাট হাতীবান্ধা তিস্তা ব্যারাজে বিনোদন প্রেমিদের ঢল
সিরাজুল ইসলাম - লালমনিরহাট প্রতিনিধিঃ করোনা ঝুঁকির মধ্যেই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ মুখর হয়ে উঠেছে শুক্রবার (০৭আগস্ট) মানুষের পদচারণায়। ঈদের দিন বিকেল থেকে তিস্তা ব্যারাজ এলাকায় মানুষের ঢল নামে। প্রতি ঈদে বা ১ লা বৈশাখ সপ্তাহের শুক্রবার শনিবার এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পিকনিক বা সেমিনার করতে ভির করে এই ব্যারাজে। করোনা কালে ভাটা পরলেও এবার ঈদের চিত্র ভিন্ন।
বুধবার (০৬ আগস্ট) সরেজমিনে দেখা যায়, তিস্তা ব্যারাজ এলাকায় পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছে মানুষ। শিশু-কিশোর ও তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয় তিস্তাপার। করোনা মহামারির মধ্যেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন সবাই। ঈদের আনন্দ উপভোগ করতে তিস্তা ব্যারাজে এসেছেন তারা।বিনোদন কেন্দ্র হিসেবে এবার তিস্তা ব্যারাজ, মহিপুর শেখ হাসিনা সেতু ও তিনবিঘা করিডোরকে বেছে নিয়েছেন উত্তরবঙ্গের বিনোদনপ্রেমীরা। ঈদের চ