
নারীর চুলের সৌন্দর্যে করনিয়
লাইফস্টাইল ডেস্কঃ রূপসী বাংলার কবি জীবনানন্দ থেকে শুরু করে বিদ্রোহী কবি কাজী নজরুল, নারী চুলের সৌন্দর্যের বন্দনায় মেতেছেন অনেক কবি-সাহিত্যিক। কেউ প্রিয়তমার ঘন অন্ধকার কালো চুলে দিশা হারিয়েছেন, তো কেউ প্রিয়ার চুলের খোঁপায় তারার ফুল দেওয়ার অভিপ্রায় প্রকাশ করেছেন। যুগে যুগে চুলের এমন বন্দনা যেমন হয়েছে, তেমন আদর্শ চুলের অধিকারী হতে হলে কী কী করতে হবে তা নিয়েও হয়েছে বহু চুলচেরা বিশ্লেষণ।
দীঘল কালো কিংবা ঘন চুল পাওয়ার প্রচেষ্টায় এ যাবৎ অনেক সময় ব্যয় করা হলেও, আদর্শ চুলের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য বরাবরই অবহেলিত রয়ে গেছে। আর তা হলো, কোমল চুল। যে চুলে একবার হাত দিলে, ছুঁয়ে দেখতে মন চাইবে বারেবার। চুলে হাত দেওয়ার পর যদি খড়কুটো ধরার অনুভূতি হয়, তবে সে চুল যত লম্বা, ঘন কিংবা কালোই হোক না কেন দ্বিতীয়বার হাত রাখার ইচ্ছেটা নাই হয়ে যেতেই পারে। তবে এ সময়ের ফ্যাশনিস্তারা সব বিষয়েই সমান সচেতন। তাই এখন গ