ডেস্ক রিপোর্টঃ গতকাল রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। মিছিলে অংশ নেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উত্তরার ঢাকা-১৮ সংসদীয় এলাকায় এই মিছিল করেন দলটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তরের উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন ও তুরাগ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন সরকারের নেতৃত্বে এই মিছিল করা হয়। এখানে উল্লেখ্য মামুন সরকার ঢাকা সিটি কর্পোরেশন ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ সরকারের আপন বড় ভাই । মাসুদ সরকার আবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান ও তার ভাগিনা আফাজ উদ্দিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
অভিযোগ রয়েছে তুরাগ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন সরকার ছোট ভাই ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ সরকারের শেল্টারে রয়েছে এবং দেশ বিরোধি চক্রান্তে রয়েছে। গতকাল মিছিলের ছবি প্রকাশিত হবার পরে উত্তরা এলাকার তৃনমূলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা সংবাদ সারাক্ষনকে বলেন এভাবেই বিএনপির রাজনীতি চলছে। আমাদের নেতারাই আওয়ামীলীগের নেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। আমাদের যেখানে আওয়ামী দমনে সক্রিয় হবার কথা ছিলো সেখানে আমরা তাদের বাচাতে ব্যস্ত। এভাবে চলতে থাকলে সেদিন খুব বেশি দূরে নয় যে আওয়ামীলীগ আবারো আমাদের উপরে জুলুম করা শুরু করবে।