সর্বশেষ:
Home / জাতীয় / উত্তরায় ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি

উত্তরায় ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ৪ নম্বর রোড ৩৬ নাম্বার প্লটে সুমিত এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

সরেজমিনে জানা গেছে, উত্তরা পশ্চিম থানা ১নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম নিজেকে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি পরিচয় দিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একজন এক হাজার টাকা চাঁদা নিয়ে যায়। পরবর্তীতে ৯ সেপ্টেম্বর মঙ্গলবার পুনরায় সুমিত এন্টারপ্রাইজে গিয়ে হুমকি-দামকী ও ভয়-ভীতি প্রদর্শন করে প্রতিমাসে মাসোহারা হিসেবে চাঁদা দাবি করে।

আজ ১০ই সেপ্টেম্বর বুধবার আবারও সাঙ্গ-পাঙ্গ নিয়ে হুমকি দেয় যে এখানে ব্যবসা করতে হলে আমাকে চাঁদা দিতে হবে এবং জসিম নামের একজন জামায়াত ইসলামের কর্মী দাবি করে। সে প্রতি মাসে ১০ হাজার টাকা চাঁদা চায়। জহিরুল ইসলাম, জসিম ও আরো কয়েকজন মিলে সঙ্গবদ্ধ চক্র এবং দশ নাম্বার সেক্টর কল্যাণ সমিতির আশেপাশের প্রত্যেকটা দোকান থেকে প্রতিদিন চাঁদা তুলে এই চক্রটি।

Check Also

আসেফ বারী টুটুলের প্রতারণায় নিঃস্ব প্রবাসী রোকসানা ও আজাদ দম্পাতি : আত্মহত্যার হুমকি!

নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকায় আসেফ বারী টুটুলের প্রতারণায় নিঃস্ব হয়েছেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী রোকসানা মির্জা …