সর্বশেষ:
Home / জাতীয় / আর্ত মানবতার সেবায় অসাধারণ উদাহরণ তৈরি করেছেন প্রমি গ্রুপের চেয়ারম্যান এনামুল হাসান খান শহীদ

আর্ত মানবতার সেবায় অসাধারণ উদাহরণ তৈরি করেছেন প্রমি গ্রুপের চেয়ারম্যান এনামুল হাসান খান শহীদ

  • বিশেষ প্রতিবেদনঃ নিজ নিজ ক্ষেত্র থেকে যারা সেবাকে ধর্ম হিসেবে গ্রহণ করে নিয়েছেন, যুক্ত হয়েছেন সমাজ উন্নয়নের কাজে, তারাই মরেও অমর হয়ে আছেন নিজেদের কাজের গুণে। যুগে যুগে সৃষ্টির সেবায় আত্মনিয়োগ করে কালের ইতিহাসে নাম লিখিয়েছেন অনেক মানুষ। সেই আলোকে অনুপ্রাণিত হয়ে জীবন পরিচালনাায় উৎসাহিত হয়েছেন বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্বর্ণ পদক প্রাপ্ত ৬ বারের সিআইপি, সেরা করদাতা প্রমি গ্রুপের চেয়ারম্যান এনামুল হাসান খান শহীদ। তার প্রতিষ্ঠিত প্রমি গ্রুপ একটি আবেগ ও ভালোবাসার নাম।
  • এই গ্রুপের চেয়ারম্যান এনামুল হাসান খান শহীদ একজন হূদয়বান মানুষ। মানব সেবাই তার ব্রত। বিগত কয়েক বছরে তাদের কার্যক্রম প্রতিনিত দেখে বিমোহিত হয়েছি। অসাধারণ সব উদ্যোগ নিয়ে তিনি প্রতিনিয়ত ছুটছেন দরিদ্র-অসহায় মানুষদের দুয়ারে। করোনাকালে সারাদেশের হাজার হাজার পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা প্রদান করেছেন। কখনো ঘরহীন মানুষকে ঘর দিচ্ছেন, আবার কখনো গ্রামীণ অসহায় নারীদের হাতে তুলে দিচ্ছে উপার্জনের অবলম্বন সেলাই মেশিন। প্রতিবছর প্রচণ্ড শীতের মধ্যে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন। বন্যার সময়ে ত্রান নিয়ে ছুটে যাচ্ছেন। রমজান মাসে ইফতার বিতরন, ঈদ এলে ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দেয়া তার নিয়মিত কর্ম। নিজ এলাকা সহ বিভিন্ন এলাকায় মসজিদ নির্মাণে তহবিল দান, এয়াতিমখানায় মাসিক অনুদান প্রদান, বিভিন্ন জটিল ও কঠিন রোগীদের আর্থিক সহায়তা, অসহায় পরিবারের ছেলে-মেয়েদের বিয়েতে সহায়তা, গরীব মেধাবি ছাত্রদের শিক্ষা বৃত্তি দেয়া থেকে নিয়ে সামাজিক উন্নয়নের সকল শাখায় তিনি বিচরণ করছেন।
  • প্রমি গ্রুপ ও চেয়ারম্যান এনামুল হাসান খান শহীদ তাদের মানবিক কাজ দিয়ে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে সত্যিকারের মানবতার ফেরিওয়ালা হয়ে ধরা দিয়েছেন। প্রমি গ্রুপের আত্মমানবতার সেবায় এসব কার্যক্রম প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে, যা সত্যি অতীব প্রশংসার দাবিদার। গ্রুপের চেয়ারম্যান এনামুল হাসান খান শহীদ অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করেন। দরিদ্র মানুষের প্রতি তাদের রয়েছে সহজাত মমত্ববোধ। তার সাথে একান্ত আলাপে তিনি স্পষ্ট ভাষায় বলেন ‘যতদিন বাঁচব মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব’। আমার ব্যবসায়িক জীবনে ব্যাংকে টাকার চেয়ে আল্লাহর কাছে গরিব মানুষের অনেক দোয়া জমা রয়েছে। যা হাজার হাজার কোটি টাকার চেয়েও বেশি। মনে স্বপ্ন পুষে রেখেছিলাম সেই ছোটবেলা থেকে কি করে মানুষের পাশে দাঁড়ানো যায়। মানুষের বিপদে পাশে থাকাটা যে কি আনন্দের তা একমাত্র যে দাঁড়ায় সে বুঝে। অসহায় এবং দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্যই আমার প্রমি গ্রুপ ও অনান্য প্রতিষ্ঠানের জন্ম।
  • তিনি ঢাকাস্থ উত্তরখানের মৈনারটেক এলাকায় প্রতিষ্ঠা করেন প্রমি এগ্রো ফুডস্ লিমিটেড ও গ্রীনভিউ রিসোর্ট এবং উত্তরখানের কলেজ তালতলা এলাকায় বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ নামে আরো একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এই সকল প্রতিষ্ঠানে কর্মরত আছে হাজার হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী। উত্তরখানস্থ হযরত শাহ কবির (রহ.) মাজার ওয়াক্ফ এস্টেটের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি মোঃ এনামুল হাসান খান শহিদ নিজেস্ব অর্থায়নে কোটি কোটি টাকা ব্যয় করে মাজার ওয়াক্ফ এস্টেট এর বর্তমান দৃশ্যমান সকল সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেন।
  • মোঃ এনামুল হাসান খান শহিদ এত গুনাগুন সম্পন্ন মানুষ হবার পরেও এক শ্রেনীর মানুষ তার পিছনে লেগেই আছে। তার সুনাম ক্ষুন্ন করতে, তাকে হয়রানী করতে অনলাইন ও অফলাইনে মিথ্যা সংবাদ ছাড়ানো, মিথ্যা ও রাজনৈতিক হয়রানী মুলক মামলা দায়ের থেকে নিয়ে সকল অসুদপায় অবলম্বন তারা করছে। কিন্তু আদতে কখনোই তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেননা। গত ১৫ বছর যারা ক্ষমতায় ছিলেন একজন ব্যবসায়ী হিসেবে তাদের ডাকে নানা সামাজিক প্রোগ্রামে তাকে এক প্রকার বাধ্যতামুলক ভাবেই উপস্থিত থাকতে হয়েছে। কোথাও কোথাও তাকে বক্তব্যও রাখতে হয়েছে। আর সেই সাথে সরকারের অনেক মন্ত্রীদের কাছ থেকে রাষ্ট্রীয় পুরুস্কার গ্রহন করতে হয়েছে । সেসব স্থানে তাদের সাথে স্বাভাবিক ভাবেই ছবি তুলতে হয়েছে। এখন সেই সব ছবিকে পুজি করে তাকে আওয়ামীলীগের সাথে জড়িত বলে প্রচার করা হচ্ছে এবং এর উপরে ভিত্তি করেই তার বিরুদ্ধে মিথ্যা মামলাও দেয়া হয়েছে। এ বিষয়ে অত্র এলাকার নানা শ্রেনী পেশার মানুষের সাথে আমরা কথা বলেছি, প্রায় সবার কাছ থেকেই পজেটিভ কথা পেয়েছি মোঃ এনামুল হাসান খান শহিদ সম্পর্কে।
  • ছাত্র আন্দোলনের আঞ্চলিক নেতাদের বক্তব্যও নিয়েছি আমরা তারাও বলেছেন প্রমি গ্রুপ তাদের আন্দোলনের সাথেই ছিলো এবং প্রচুর খাবার পাঠিয়ে সহায়তাও করেছে। তারপরেও তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলা দেয়া হয়েছে যা পুরোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই প্রতিয়মান হয়।
  • মামলার বিষয়ে আমরা মোঃ এনামুল হাসান খান শহিদের কাছে জানতে চাইলে তিনি জানান , আমার বিরুদ্ধে রাজনৈতিক কারনে দায়েরকৃত হয়রানিমূলক মামলা সমূহ প্রত্যাহার সংক্রান্ত কমিটির নিকট আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে আমার নাম প্রত্যাহারের জন্য বিধি মোতাবেক আবেদন করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক গঠিত কমিটির কর্যক্রম চলমান আছে। আমি আশা করি আল্লাহ্র রহমতে আমার বিরুদ্ধে দায়ের কৃত হয়রানিমূলক মিথ্যা মামলা সমূহ থেকে কমিটি অধিকতর তদন্ত সাপেক্ষে ও সঠিক যাচাই বাছাই শেষে আমি সুবিচার পারো এবং মামালা থেকে অব্যাহতি পাবো ইনসাআল্লাহ।

Check Also

উত্তরায় আওয়ামীলীগের মিছিল, নেতৃত্বে বিএনপি নেতার বড় ভাই

ডেস্ক রিপোর্টঃ গতকাল রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। মিছিলে অংশ নেন …