সর্বশেষ:
Home / জাতীয় / ছাত্র জনতার খুনী আওয়ামী দোসর এখনো রাজউক মার্কেট এর সভাপতি-সেক্রেটারি!!!!

ছাত্র জনতার খুনী আওয়ামী দোসর এখনো রাজউক মার্কেট এর সভাপতি-সেক্রেটারি!!!!

ডেস্ক রিপোর্টঃ দেশ হাসিনা ও আওয়ালীগের দুঃশাসন মুক্ত হয়েছে এটা ঠিক কিন্তু এখনো যারা আওয়ামীলীগের দোসর এবং খুনি হাসিনার সমর্থক তাদেরকে এখনো পর্যন্ত যথাপোযুক্ত আইনে যে বিচারাধীন আওতায় এখনো আনা হয় নাই. এটা দুঃখজনক বৈকি। ঢাকা ১৮ আসনে যারা আওয়ামীলীগের রাজনীতি করেছে যারা সাবেক এমপি হাবিব হাসানের দোসর ছিলো তারা এখনো তাদের স্বপদে বহাল আছে।

উত্তরার প্রানকেন্দ্র আজমপুরে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স এর ব্যবসায়ী সমিতির সভাপতি রতন ও সেক্রেটারি প্রিন্স এমনি দুজন। প্রকাশ্য রাজপথে ঢাকা ১৮ আসনের সাবেক আওয়ামী এমপি হাবিব হাসান তার ছোট ভাই আলাউদ্দিন আল সোহেল অস্র হাতে ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করেছে। উত্তরার সবচেয়ে বেশি ছাত্র জনতা মারা গেছে রাজলক্ষি থেকে বিএনএস সেন্টার এর মধ্য। অভিযোগ রয়েছে রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স এর ব্যবসায়ী সমিতির সভাপতি রতন ও সেক্রেটারি প্রিন্স হাবিব হাসান ও তার সাথে থাকা আওয়ামী সন্ত্রাসীদের মাঝে খাবার পানি বিতরন করেছে এবং ছাত্রদের ধাওয়া খেয়ে আসা ছাত্রলীগ/যুবলীগের সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে।

ছাত্র-জনতার গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসী ও তার দোসরেরা এখনো অধরা

কোটা সংস্কার আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও ছাত্র-জনতার ওপর গুলি চালায় একদল অস্ত্রধারী। সেই সত্রাসীদের যারা সহায়তা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনা এখন সময়ের দাবী। রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স এর ব্যবসায়ী সমিতির সভাপতি রতন ও সেক্রেটারি প্রিন্স কে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি ছাত্র জনতা ও ব্যবসায়ী মহলের।

Check Also

উত্তরায় আওয়ামীলীগের মিছিল, নেতৃত্বে বিএনপি নেতার বড় ভাই

ডেস্ক রিপোর্টঃ গতকাল রাজধানী ঢাকার উত্তরা এলাকায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। মিছিলে অংশ নেন …